কবি’র অসম্ভব মেধা ও তৃষ্ণা ছিলো,
হঠাৎ কি যেন হল যখন বন্ধুটা এলো!
গহিণ গগনে কি এক বিজলী গর্জে ওঠল !
অমৃত পাবে, এই ভাবনায় ছুটেছে সন্ধানে।


এক কবিতার রচনা শুরু ! ধ্যানে জ্ঞানে টেনে নিলো,
সেই বন্ধুটির মন্ত্র,
করুণ পরিণতি জেনেও রক্তের হোলি খেললো,
হুর- পরীর সঙ্গ নাকি পেলো.
আলিঙ্গন করল ধর্মের সাথে রক্তের, শান্তির সাথে অশান্তির!
কবিতার পান্ডুলিপি হলো বিবর্ণ্
সবুজের আরণ্য হলো ধূসর মরুভূমি!
প্রেমের আলিঙ্গন হলো ক্ষত -বিক্ষত!


এক কবিতার রচনা শুরু !কবিতায় কবি নেই.
ধর্মের পাল আজ দেখি এক অগ্রাসী দোযখ অনল
কবি’র অসম্ভব মেধা ছুটেছে বিপথে!
মুক্তির অনুপম সুর আর বাজে না.
সে এক ঘৃণিত কবিতা- রক্তে লেখা লাশ!


ওহে কবি  জাগাও হে প্রাণ সত্য প্রদীপ আলোয়
ওগো,তুমি যে সেরা কবি,তুমি যে কবিতার প্রলয়!
---------------------------------------