এখানে হৃদয় খুলে না,  ভালবাসে না কেউ, এক গাঢ়
অন্ধকার রাত্রিদিন, রক্তহীন দেহ প্রাণ
মানুষের বেদনা মানুষেরা বুঝে না কেউ, চায় না কেউ
দুঃখীদের ভাগিদার হতে । এক জটিল সমীকরণে মানুষের
মানবতা ! এক জমকালো পোশাকে মানুষেরা উম্মুক্ত শরীরে
কত না নিলর্জ্ !হিংসে- প্রতিহিংসের ঘর বাঁধে সবাই
চেনে না কেউ প্রেমের প্রাণ; এখানে মন বড় কৃপণ,
প্রেমের সেই আবেদন, হৃদয়ে ঝড় তুলে না,-
এখানে মানুষেরা  বড় বেশী স্বার্থ্পর !


যে প্রাণে প্রেম চাষাবাদ করা যায়, আজ মরুভূমি জেগে ওঠেছে
সেখানে । প্রেমিক প্রেমিকারা জানে না কেউ-
কি রঙে সেজেছে তার প্রাণ ?
কেউ সুখী নয় ; দুয়ারে বিরহের কপাট..
প্রাণে প্রাণে আজ এঁটেছে খিল
প্রেমকে দিয়েছে সরায়,নেই সেই প্রাণ আর নেই
এখানে প্রেম বড় কৃপণ, বড় বেশী স্বার্থ্পর !
---------------------------------------