না,কবিতাকে তুমি শুধু কবির কাব্য ভেবনা,
তুমি শুধু কবিতাকে আলিঙ্গন করে যাও
পার যদি অনুপ্রেরণা দাও ।
না, কবিকে  অপমান করো না,কবির সৃষ্টিকে নিছক ভেবনা,
প্রখর তাপ দাহও
শীতল হতে পারে, যদি  হৃদয় খুলে ভালবাসা দাও;
তুমি কি ভেবেছো ?তোমার ঘৃণা কবিকে দমাবে!
না, না, এই তুচ্ছতা কবিকে শক্তি দিয়ে;
কবির শত ক্ষুধা, অজস্র স্বপ্নেরা হৃদয়ে,
যদি আলো জ্বলে আঁধার গুহাতে ।
কে কি বলল , তাতে কি আসে যায়,
কবি মুক্ত, কবি স্বাধীন ,কবি অধরা,
কবি প্রেমিক, কবি প্রেমিকা, কবি সৃজনের প্রদীপ!
যে কবিকে চায় তন্দ্রার দিকে পাঠাতে
কবিতা যে থামাতে চায়্
ঐ মুর্খেরা , ঐ সে অজ্ঞেরা প্রেমের বিপুল আঘাতে,
নত শিরে আসবেই!ফিরে আসবেই;
হয়তো বুঝেনি, হয়তো কবি পারেনি,
হয়তো তুমি পারবে !
তোমার পথ চেয়ে কবি দাঁড়িয়ে, কবি দাঁড়িয়ে..
একটি গোলাপ হাতে-
সুস্বাগতম- সুস্বাগতম ।
কবিতা তোমারই, তুমি অপমান কর না , তুচ্ছ ভেবনা
প্রতিটি শব্দ, প্রতিটি লাইন, প্রতিটি চিন্তা ,প্রেমের অমর সৃষ্টি !
ভালবাসার নির্যাস ,সৃজনের সূর্য্- কবির কবিতা,
না,কবিতাকে তুমি শুধু কবির কাব্য ভেবনা ।
------------------------