সত্যি করে বলগো নারী, প্রবাস তোমার কেমন লাগে ?
তোমার কাছে লাগে কি ভাল যেমন ছিলে যাবার আগে !


তোমার কপালে লিখা না যা, তবে কেন যাওগো উড়ে,
সাবধানেতে ছিলে তুমি, তবু ওরা দেয়নি ছেড়ে !


কামনার যৌবন যার ভাল লাগে,কামনা শুধু তার,
চরিত্র যার উথলপাথল সে কি দিবে তোমায় ছাড়?


কেন যাওগো তুমি প্রবাস এত ! তোমার যাহা নয়,
পশুর কাছে হারা  কি তোমার শোভা পায় ?


কতই না যায় !  কেউ পায়, কেউ হারায় চিরতরে,
অন্ধকার রাত শেষ না হতে দিবসের প্রদীপ যায় ঝরে ।


কি করে বা রাখবে তারে ? মায়ের আঁচলখানি,
এতই দুঃখী, পায় না সুখ সংসার বোঝা টানি !


স্বপ্নের সুখ স্বপ্নে থাকে, নারীর চোখের জলে,
স্বদেশ ছেড়ে বিদেশ গিয়ে সবই হারায় কালে !


দুঃখের দুঃখ  চিরকালের হয় না চিরদিন…
মানুষের চেয়ে পশুর মুল্য হবে না কোনদিন ।


কেন যাওগো তুমি প্রবাস এত ! তোমার যাহা নয়,
পশুর কাছে হারা  কি তোমার শোভা পায় ?


------------------------------------------...