কোন প্রত্যাশা তো করিনি
শুধু আমার ভালবাসা আমি দিয়ে যাবো
যাকে ভালবাসি ,সেই তুমি, সেই তোমাকে।


ভালবাসা কি তুচ্ছ কোন খেলা, নষ্টামির লীলা ?
ভালবাসা কি ছলনার খেলা, অবহেলার নিষ্ঠুর ভেলা?
ভালবাসা কি যৌবিক চাহিদা, নাকি অভিজাত কোন ক্লাবের হৈ হৈল্লো ?


ভালবাস তো অবিকল এক অদৃশ্য  উম্মাদনার মতো
সুখ-দুঃখ- অনুভূতি আছে, সেও হৃদয় শাসিত
তারও আছে বিরহে বিকশিত কিছু রক্ত ক্ষরণের ক্ষত।


ভালবাসা তো অনুভূতির সুঁউচ্চ আসন,হৃদয়ের গভীরে গিয়ে
প্রচন্ড ঢেউ তুলে তার সব শিরা উপশিরা জুড়ে
জেগে থাকে প্রাণের গহিন কোন স্পর্শ্ কোণে
নিষ্ঠুরের মতো সেও কখনও কখনও যুদ্ধ করে.
তুমুল স্পন্দনের দূর্গে !
আবার কখনও শৈল্পিক তুলিতে পরম বন্ধনের ছবি আঁকে
অজানা কোন ডাকে ।
ভালবাসায় জড়িয়ে আছে কোন হৃদয়ের মৌলিক বিশ্বাস।


কোন প্রত্যাশা তো করিনি
তবু ভালবাসা চায় কোন শিল্প কিংবা অনুভূতির শৈল্পিক মিলন,
এ ভূমিকায় শুধুই তুমি অপরাজিতা
যার সবটুকু বিজয় কেবলই তোমার, কেবলই তোমার ।


ভালবাসা তো নেচে ওঠে হৃদয়ের যে কোন রক্ত কণিকায়
বৈরী সময় এলে নিরবে থমকে বলে,-
হে পথিক পথ ভুলে যেও না
ভালবসা ঐ গভীর স্পন্দনে আছে।


কোন প্রত্যাশা তো করিনি
শুধু আমার ভালবাসা আমি দিয়ে যাবো
যাকে ভালবাসি ,সেই তুমি, সেই তোমাকে।
-------------------------------------------30-06-2018, ।