সবাই দেখছে যে, বিজয় প্রশ্নবিদ্ধ, তবুও
সবাই প্রশংসা করছে ।
কেউ উচ্চস্বরে বলছে,গণতন্ত্র! গণতন্ত্র!
কেউ বিরোধিতার নামে বিরোধিতা করছে, কেউ ভয়ে আছে
সত্যটা বলছে না ।
কেউবা নিজের বিকেক বুদ্ধি অন্য কোন পক্ষের কাছে বন্ধক দিয়েছে;
সুশীল প্রহরীরা ঘুমাচ্ছেতো ঘুমাচ্ছে…
কেউবা আপন স্বার্থে গোপনে সন্ধি করছে কোন গোষ্ঠির সাথে
কেউ ভাবছে, ক্ষমতার গণতন্ত্র অতীব সূক্ষ্ম ষড়যন্ত্র,
বিবেকের বিবেক আজ পরাজিত! চোখে
দেখছে যদিও, তবু নিশ্চুপ আছে
বলিষ্ট কণ্ঠস্বর!শুধু উড়ছে
দোষ-দোষারূপের নিশান, চলছে পরাজিত শক্তির মহরা..
আজ মায়ের সন্তানেরা এক মিথ্যে ছলনায় অবরুদ্ধ ।
গল্পটা সবাই জানে
বাঙালী সেই হুজুগের উত্তালে
আপনের ছাড়া কিছু বুঝেনা, অপরের ভালোটা চোখে দেখেনা
আপাদমস্তক প্রতীকের মিছিলে, স্বার্থ্পর অথবা অতিসূক্ষ্ম
রক্তচোষা কান্ডারী!
একটি পূতঃ পবিত্র সৈনিকও নেই, যে আমাদের মুক্তির পথ দেখাবে
সত্যবাদী, সরল, সাহসী, নির্লোভ আজ নিবার্সিত ।
কবিতার লাইনে শব্দ আছে শব্দের ভাব নেই..
কবির প্রেম নেই, প্রেমিকার প্রাণ নেই..
প্রণয়ের তৃপ্তি নেই, ফুল শূন্য ফুলশয্যা !
চৌদিকে হাততালি, মুহুর্মু্হু হাততালি..
সবাই দেখছে যে, বিজয় প্রশ্নবিদ্ধ, তবুও
সবাই প্রশংসা করছে ।
জমে উঠেছে নির্বোধের আড্ডা ।
কিন্তু একি সেই বাঙালী ?
প্রাণে প্রাণে আজ কোথাও দেখছি না দেশ প্রেমের অনুভূতি ।
সেই সৈনিকেরা কোথায় গেল ? রণে রণে আজ পরাজিত শক্তিদের মহরা !
বাঙালী আজ হুজুগের মাতালে সাদা-কালো ভুলে গেছে ।
প্রশ্ন জাগে- হে বিজয়
তোর ঐতিহ্যর মহিমা কোথায়?
----------------------------------------