বুদ্ধিজীবি আছে, বুদ্ধি নেই যে বঙ্গের ছবি,
শুধু আছে নামের আগে কত কি উপমা !
বিবেকের কয়েদী মুক্তি চায় আজ সামান্য হে কবি,
জ্ঞানের পশ্চাতে এ খেলা কে করবে ক্ষমা?


যেখানে প্রত্যহ দেখি অগণিত বুদ্ধিহীন বুদ্ধিজীবি
ফন্দি আটে আপনাকে ভুলে মাতালের কোলে
কখনো ভাবিনি তাকে জ্ঞানহীন কিংবা দন্ডহীন পরজীবি
আলো চেয়েছি শুধু পথহীন পথিকের দলে ।


বাহ্যিকে অনেক সজ্জা,তবু মেঘলা আকাশের নীল
সামান্য এ সত্যটুকু, শুনাতে চায় না এ জাতিকে
আপনার স্বার্থ্ খোঁজে সত্যকে করেছে গোজামিল
দেখেছি সমস্ত অভিনয়ে অন্য কোন স্বার্থ্ থাকে ।
আশা করি বদলে যাবে এ সব মিথ্যে পটভূমি ।
বুদ্ধিজীবি আছে, বুদ্ধি নেই এ অপবাদ নিওনা তুমি ।
-------------------------------------------7-7-2018,