ব্যাদনা সহে উদর গহিন রেখেছো যতন করে
মা তুমি ভুবন বুকে কত আশার নীড়ে !
কত সহে  তোমার কোলে স্বপ্নীল হৃদে উড়ে
নাড়ির বাঁধন পেয়ে তুমি গড়েছো ধীরে ধীরে
দাওনি দুঃখ দাওনি কষ্ট গিয়েছো নিজে পুড়ে
তোমার সন্তান বড় হবে আনবে আলো কুঁড়ে
দিকপালে ঐ জ্বলবে ওরা সকল নিশি ভোরে
আজিকায় এসে তুমিই কিনা দিলে সন্তান ছুঁড়ে !
মাগো তুমি  এত নিষ্ঠুর !!
কেমনে তুমি পেরে?
মা হয়ে সন্তান প্রাণ নিচ্ছ তুমি কেড়ে!
কষ্টে পাওয়া সন্তানের ঐ দিলে বাঁধন ছিড়ে ?
মাগো তুমি সর্ব্ সেরা দিয়েছে প্রভূ বলে
তোমার তরে আসবেই ফিরে সন্তান দলে দলে
ইহ- পরে  দু”কূলে ঐ তোমার ছোঁয়া পেলে
যেওনা ফেলে দিওনা তেড়ে নাড়ির বাঁধন ভুলে ।
মাতৃ ছায়ায় আগলে রেখে দিও দুয়ার খুলে ।
তোমার সন্তান তোমারই হবে ইহ- পর কালে ।
সন্তান যত হয়েছে বড় মায়ের শীতল কোলে
তবে কেন তোমার সন্তান মারছো এসে হালে ?
মাগো তুমি সুবাস অতি সন্তানেরই ফুলে !
ছড়িয়ে আঁচল আগলে রেখ তোমার প্রেম কূলে ।