দুমড়ে মুছড়ে দেয় যে ঐ স্বপ্নীল কত লগো !
তারুণ্যের  গতি নাহি দমে  বাংলা মায়ে ওগো ।
তীব্র বেগে যায় যে ঐ লুফে নেয় কালো
ঘুর্ণি ঝড়ের উত্তাল ঢেউয়ে তলিয়ে যত ভালো।
পথ হারিয়ে দিশেহারা কান্ডারী আজ ভবে ।
মেঘে ঢাকা ঐ  শুভ্রকাশে ওঠবে রবি কবে ?
দেখেনি কভু যৌবনের গতি নহে শুধু আলো
আঁধার যে ঐ চলার পথে নাহি তবু জাগো ।
নেই সময় আর
আয় ফিরে আয় যৌবন আলো লয়ে ।
তোমার তরে কত  চেয়ে বিজয়ী হও যেয়ে ।
পুঁজি কর ঐ শক্তি তোমার আগামীর সুর গেয়ে
যৌবন আলো যৌবন কালো নিত্য সঙ্গী হয়ে ।
তোমার ভুলে উত্তাল ঝড়ে যেওনা তুমি ক্ষয়ে ।
দুরন্তপনা নেশার তরে যৌবন যে আজ ভয়ে !!
এসো ফিরে ঐ আলোর পথে সকল ধকল সয়ে ।