ঐ দেখে মিনিষ্টার!
শতাব্দী জাগে !
আই হ্যাভ এ কোয়েশ্চেন ছুটে সে বেগে !
নারী আছে গাড়ী নেই দেখ তুমি আগে
ক্লান্তি এসে ভর করে কত নারী ভোগে
ঝরা জীর্ণ্ পথে ঘাটে নারী কেন রোগে ?
এই দেখ ছাত্রী আমি এমনি প্রতি দিনে !
পায়ে হেটে কিংবা যানে মরি কত জনে ।
নারীর নেই নরের আছে দেখ তুমি চেয়ে
ভাঙ্গাচোরা ঠেসাঠেসি মেয়ে আমি ভয়ে !
তুমি নেতা তুমি পার আমাদেরই হয়ে
ঐ শুনে ”মিনিষ্টার” কানে ফোন লয়ে
আজ হতে প্রতি দিন নারী যত বয়ে
”শতাব্দীর”  কন্ঠ ঐ
গাইল নারী জয়ে ।
ভয় নেই আর !
উঠরে জেগে শতাব্দীরই পথে
সে পেরেছে পারবি তোরা আগামীরই রথে ।
অধিকার ঐ নিজের গহিন আদায় করে লও
কেউ দিবেনা আঁকড়ে ধর ওদের যেথায় পাও ।
”শতাব্দী “ সেই সা্হসী মেয়ে দিল দুয়ার খুলে
আয় ছেলেরা আয় মেয়েরা তারই পাল তুলে ।
নারী-নর একে অপর প্রভুর সায় চলে
অধিকার দাও প্রাপ্য জনের মতভেদ ভুলে ।