অদৃশ্যে সেই রক্তে গড়া মানব প্রাণের সাথে
জড়িয়ে রহে আঁধার আলো ক্ষণিক জীবন পথে ।
বিশ্বাসে ঐ মুমিন সবে ভাগ্যে ডানা মেলে
রক্তবিনে ভাগ্য নহে অন্য কারো দলে ।
প্রভুর সায় মানব পেয়ে উল্লাসে সে হাসে
রিক্ত হস্তে রিপু যত যায় যে ভাগ্য দোষে ।
সংগ্রামবিনে কে পেয়েছে জীবন পথে এসে ?
যুদ্ধ শ্রেয় করুণা নয় চাওয়া পাওয়ার শেষে !
বীরতো সেই রক্ত দানে বিজয় নিশান আনে
হারেনা কভু যুদ্ধবিনে উত্তাল সমর রণে ।
দানে পাওয়া করুণা যত বীর নাহি চেয়ে
লড়বে তবে মৃত্যু হউক সাহসী বীর যেয়ে ।
কর্ম্ গুনে ভাগ্য জুটে সাফল্যের পাল উড়ে
রক্তের গহিন ভাগ্য ঐ সাহসীরই নীড়ে
রক্তেবিনে অন্যে গড়া করুণার পথে দৌড়ে
ভিতুরা ঐ হুমড়ি খেয়ে অকাল যায় ঝরে ।
চাইনা ওরা জিততে হবে আপন আলয় জ্বলে
অন্যের দেওয়া ভাগ্য ভেবে জীবন ধারায় চলে ।
করুণার চেয়ে মৃত্যু শ্রেয় সাহসীরাই বলে
আপন আলয় ভাগ্য গড়ে কর্মের দুয়ার খুলে ।
যেটি নহে রক্ত দিয়ে সেটি ভাগ্য নয়
ভাগ্য গড়ে রক্ত দিয়ে জীবন করে  জয়!
ভিতুরা ঐ করণা চেয়ে আনপলকে রয় ।
-------------------------