প্রাণের অবসান হবে জানি
তবু নাহি ভাবি ।
জগত মোহে কত কি পেয়ে ভুলে যাই সবি ।
নাহি রবে দেহের  বায়ু সময়ের বাঁকে
একদিন উড়ে যাবে কোন এক ফাঁকে।
কেহ নাহি রূখে তোমায় প্রভূর ঐ ডাকে ।
আযরাঈল ছিনে নিবে সেই অনন্ত পথে…
নাহি যাবে নাহি পাবে খাটিয়ার সাথে !.
গায়ে শুভ্র কাফনের কাপড় একাকী পড়ে
ঐ দুর কোন এক সাড়ে হাত নীড়ে ।
কেউ নেইতোমায়  দেখে মাটি যত খুঁড়ে
সেই তুমিই কিনা - কত কি করে !
গিয়েছো ভুলে নিতে ঐ কবরের আলো  
পেয়েছো আজ আপনেরই নীড়ে  বড়ই কালো ।
কে দিবে বলো ?
সেই দিন তুমি  খুঁজে পাবে  সেই
যতটুকু তুমি কামাই করে নিলে ।
যদি যাও নিয়ে পাবেই তুমি কবরের ঐ কালে
আঁধার গহিন শেষ বিচারে জাগবেই ওগো জ্বলে
একে একে  উম্মত নবীর উড়বে সুখের পালে
তবে কেন  - একটু ভুলে
যাও নরক শুলে ?
এসো ফিরে হে- মুমিন তুমি-  তৌহীদি পাল তুলে
ক্ষণিক প্রাণে মেলাও ডানা  প্রিয় নবীর ছলে
যেতেই হবে ঐ দিনে
কর্মে নাও  কিনে ।
কোআনের বিধান রসূলের বাণী
যাও তুমি বুঁনে ।
ভেদাভেদ ভুলে এক আল্লাহ নবীকে লও চিনে
কোরআন হাদিস মুক্তি তবে বিচারের ঐ দিনে ।