ভালবাসি তোরে দিবা নিশি ভোরে
তবু নাহি পারি রাখিতে তোরে ।
দেখেছি চাহনী- দেখেছি হাসি
সৌরভে ঢাকা পাক মুখখানি ।
বলেছি তোরে কত ভালবাসি !
যাই বলি তনু,  পারিনি আমি..
পারিনি ওগো বাঁচাতে প্রাণ
ছিনেছে ওরা ,তোর যত ঘ্রাণ !
হয়নি ক্ষান্ত রক্ত চুষে - দিয়েছে তোকে আগাম হেরে
যায়নি আমি রক্ষা ভ্রতে ,
তোরই জীবন কৃষ্ণ হতে
চাই যে বিচার ইহ - পরে
কেন  তুই অকাল ঝরে ?
নয়তো  তুই একা  ভবে
আমরা আছি থাকব সবে
আজ নয় কাল বিচার হবে ।
বলছি আমি শুনরে তবে
ওরা হায়েনা -ওরা হিংস্র-ওরা নর ঘাতক!
ওরা ধর্ষ্ক, ওরা রক্ত পিপাষূ
ওরা ঘৃণিত –ওরা বিবেক হীন পশু ।
আর রাষ্ট ?
হয়নি কভু তোর জীবে আলোক পথের আশু!
তোরই সাথী আমরা সবে হয়নি নতজানু
তুই সেরা -তুই আলো-ওগো প্রিয় তনু ।
তুই পবিত্র- তুই পূণ্যবতী-তুই স্বর্গের পথিক
ঐপারে আল্লাহ  যেন চায় তোর দিক ।