কেউ চায় হাত পেতে ঐ
নাহি দেই ঠাঁই ।
নাহি ভাবী  উঁচু যে-ই
নীচু একই  ভাই ।
দেই কিংবা না দেই
কত ছলে তাড়াই ।
ভিক্ষুক ঐ হাত পেতে সদয় নাহি হই ।
বাঁকা দৃষ্টে তাকাই সেই
ধন  নাহি বিলাই ।
ঘরে বাইরে পথে ঘাটে যত খানে  পাই ।
ভাবী মোরা নকল ছলে করে  শুধু ধানাই
যাই ভুলে উঁচু হতে নীঁচু স্তরে সদাই
যার আছে সেই দিকে করি শুধু সাফাই
নাহি বুঝি নাহি চাই নাহি সবে গাই ।
মানব কুলে ভিতর রাঙ্গা ক্ষণিক প্রাণে এই
কাল- ধলা , ধনী –গরীব কোন ভেদ নেই
দেখি তাই  উঁচু স্তরে জাতিয় পোষাক গায়ে
কত ছিনে কলম জোরে  কত পথে যেয়ে ।
ক্ষমতার জোরে ছিনে নেয় যত পারে লয়ে
তবু ওরা ভিক্ষুক নয় জাতির সবে চেয়ে
ওরাই কিনা মায়ের বুকে উচুর তকমা পেয়ে
ঘুষ খোর চাঁদা বাজ গরীব ধন খুঁয়ে
ধান্দা বাজ ক্ষমতা বান যত সব নিয়ে
যে যেথায় চেয়ার পেয়ে যায় লুটে ধেয়ে
মায়ের ধন চুষে নেয় জাতীয় ভিক্ষুক হয়ে !
হাত পাতে গরীব যত অধিকার জয়ে
নহে ভিক্ষুক ভাব যারে পথে পথে ঘুরে
সে-ই- ভিক্ষুক কেড়ে নেয় ক্ষমতারই জুরে ।
সত্য চিনে আলো চিনে আয়রে সবে ফিরে
জাতীয় ভিক্ষুক জাতির শত্রু- দেরে তোরা তেড়ে ।