ওহে রাষ্ট্র - ওহে সমাজ-  ওহে প্রীয়সী
হৃদয় গহিনে কল্প যত আজও রাখি পুষি ।
স্বপ্নকাশে ওঠাই জেগে নিশি রাতের শশী ।
চাই আলো দিব হাসি তোদের ভালবাসি ।
চিনাব পথ যাব দুর আলোক নায়ে ভাসি
উল্লাসে ঐ
পাব তোরে ওগো মায়ের ঐশী ।
উত্তাল ঢেঁউয়ে ধরব হাল হব তরীর মাঝি
পায়নি তরী খেঁয়া ঘাটে হতে তোদের কাজী
কে যেন ঐ ছিনে নেয় হিংস্র ছোবল গ্রাসে
নাহি ফিরে তোদের তীরে জীবন পথে এসে
জ্ঞানী গুনি দূর্বল আমি থাকি ভয়ে ভয়ে
স্বপ্ন আমার নাহি জাগে খেঁয়া ঘাটে গিয়ে
ঐ যে ওরা হুমকি দিয়ে
আসছে বেজায় ধেয়ে ।
ওরাই কিনা মায়ের মাঝি তরীর দাঁড় বেয়ে
বাহু বলে অর্থ্ লয়ে
ক্ষমতা যত জয়ে ।
যেমনি পারে তেমনি নেয় গণতন্ত্র খেয়ে
ক্ষমতা সেই চায় যে ওরা মায়ের স্বপ্ন ভেঙ্গে
যাত্রী সবে হেলে দোলে কান্ডারী হীন গাঙ্গে
গণ নামে তন্ত্র ছিনে মাঝি কত ডংগে
স্বৈচারের মুখে বুলি
সাঁজে হরেক রংঙ্গে ।
যোদ্ধা নামে সখ্য গড়ে রাজাকারের পাঙ্গে
ক্ষমতা লোভে আপন ভুলে উড়ে ওদের সঙ্গে ।
ক্ষণিক মোহে নেয় লুফে আসল নাহি যেয়ে
প্রতীক ঐ হৃদয় গেঁথে দলের প্রেমিক হয়ে ।
যোগ্য আমি দেশ প্রেমিক তোরা নাহি ঝুঁকে
প্রতীক যুদ্ধে ইচ্ছেটা মোর বড়ই  আজ ফিকে ।