রং ছড়িয়ে হরেক ডংগে ইনিয়ে বিনিয়ে বলে
টিভি পর্দায় নিত্য সেজে দেশ প্রেমিকের ছলে
সঞ্চালকের কথার মালায় এক বেঁকে বসে
বাচালকারী চাটুকদারী দলের হিসাব কষে
দর্শ্ক সবে আনপলকে মুচকি মুচকি হেসে
ঐ যে দেখ,
টকশোতে করছেটা কি এসে ?
জ্ঞাণী গুনি ওরা নাকি দলবাজি পুষে !
সত্য ভুলে মিথ্যা নিয়ে মজে ইতিহাসে ।
আমার নেতা তার চেয়ে শুভ্র আলোয় ভেসে
টকশো যেন ঝগড়া খেলা চাটুকদারীর বেশে
কে কত বাচাল বেশী একে অন্যের দোষে
মাথা চটে বাহু বলে মুখের বুলি ছুঁড়ে
উচ্চ স্বরে হাউ মাউ করে
শুধুই দলের সুরে ।
অন্ধ বধির বেজায় অস্থির তোষামোদির দৌড়ে
নেতাতো সেই অভিনেতা টকশোয়ের মাঝে
আজকের দর্শ্ক বেজায় জ্ঞাণী সবকিছুই বুঝে
নিজের দোষ অন্যের ঘাড়ে টকশোয়ে সাঁজে
তোমরা জ্ঞাণী তোমরা বিবেক
জাগ আলোয় রোজে ।
চাটুকদারী ছুঁড়ে ফেলে আস মায়ের কাজে ।
টক শো ঐ নিত্য জাগুক মুক্তির পথ খুঁজে ।