ওহে পিতা -ওহে মাতা
কে নিল কেড়ে
ঐ তাজা প্রাণ !
কেন  আজ হেরে ?
দেরে জবাব দেরে ।
ওতো ক্ষমতা চাইনি, ওতো নিস্পাপ,
ওতো আগামীর উদয় ।
তোদের কিসের এত ভয় !
গণতন্ত্রে গুলি ছুঁড়ে ছিনতে হবে জয় ?
তোরাতো সেই বিজয়ী বীর রণ তরী বেয়ে
এনেছিস স্বাধীনতা দিয়েছিস রক্ত অকোতভয়ে ।
তবে কেন ক্ষমতা লোভে দিশেহারা হয়ে ?
তোরা কি অশুভ -নাকি অশুর ?
নাকি ঐ ষড়যন্ত্রের ভাশুর !
আমি কিছুই জানতে  চাইনা –হে বঙ্গ রাণী
ফিরে দে ঐ শুভর প্রাণ
যেথায় ছিল  তার ধরণী !
তুই পারিসনা হেরে যেতে ওদের স্বার্থ্ শুনি
কেবা আছে  তোর চেয়ে এত বেশী বুজে
দিবা নিশি সেই স্বজন আজও যাস খুঁজে !
তবে কেন ?
অশুভর দাবানলে তোর শুভর প্রাণ !
একি কি কোন অভিমান ?
নাহি যদি  হয় -কর দুর ভয়
অপরাধী যেন নাহি পায় জয় ।
অশুভ তোর কেড়ে নিল ঐ
শুভর দেহের সতেজ প্রাণ !
হেরেছিস তুই খুয়েছিস যান
নৌ পালে তোর আলোক মান ।
নাইতো সময় ধররে হাল
বঙ্গের রাণী মহিয়ান ।
তোরে নাহি চাই  ঐ কালো মেঘে
আয়রে ফিরে আয় গোধূলীর আগে ।
      -------------