অশ্রু ধারায় কান্নার ধ্বনি
কেউ নাহি শুনে ।
ঐ গগণে শকুন ঝাঁক নিথর দেহ গুনে !
তাইনা দেখে কেউবা গোস্ত কেউবা চর্ম্ ছিনে
ওঁত পেতে ঐ কতক চোর যত ফাঁদ বুঁনে !
জৈনক সাবেহ তাকিয়ে সেই শুন্য গোয়াল কোনে
বাকহীন চিত্তে হারিয়ে ধন ,
রাখাল ব্যকুল মনে ।
একি মানব লোভী পিষ্ঠে চলছে নিষ্ঠুর বানে !
অন্যের রিযিক ছিনে নেয় সর্ব্ শ্রেষ্ঠ জ্ঞানে
ভুবন বুকে মানব আজ বৈধে ছুরি বিঁধে
দুষ্ট চক্রে সুযোগ বুজে খুলে দুয়ার সিঁধে
নিরাপদ নেই মৃতের দেহ চারিদিকে উড়ে
হিংস্র শকুন হুমড়ি খেয়ে যাচ্ছে নিথর ছিড়ে
হঠাৎ শকুন ঝগড়া বাঁধে কেবা কার আগে
চামড়া চোর  হাতে ছুরি দিবা নিশি জাগে
প্রহরী ঐ চেয়ে দেখে নাহি কিছু বলে
রাজার রাজ্যে অস্র হাতে ওরাই নাকি ছেলে
রাণীর কোলে শকুন উড়ে ধ্বংস ডানা মেলে ।
জৈনক ধন যায়  কেড়ে যে যার মত
পোষা চোর হিংস্র থাবায় উল্লাস করে তত ।
স্বার্থ্ লোভী ক্ষমতা লোভী
রাজ্যে প্রজার মরন ।
সেইনা দেখে নাহি ফিরে আনছে রাজার পতন ।
বিধির সায় ঐ এল ঘূর্ণি তুফান ঝড়!
চেঁচামেচি নেইতো আর স্তব্দ রাজার স্বর!
     --------------