কে আসিল রে?
দেখিনিতো তারে আমারই পিঞ্জরে!
তবুও ফিরে বারে বার অচিনেরই সাজে
উড়ে সে ছোঁয়ে যায় আমারই মাঝে ।
এঁকে দেয় কত ছবি শিরহিত ফ্রেমে
জেগে ওঠে নিশি ভোর অধরা প্রেমে ।
কি এক ভিতে  অজানা গতি
ব্যাকুলপানে ছুটে চলে অতি
কি সেই আজও হয়নি চেনা !
তবুও কাছে
তবুও জাগে  - কত যে চেতনা ।
কাঁশ ফুলের শুভ্র সাজে  আঁকা বাঁকা ঢেউয়ে
সমীরনে নৃত্যর তালে যত অভিনয়ে
গোধুলী আভায়  কেউ যেন ডাকে !!
কে সে ? আমায় এত ভাবায় !
হয়নি চেনা আজও,
তবুও ভালবাসি - তবুও ভালবাসি !
জানি,
ফোটিবেনা  কলি ডানা মেলে আর
কে আমি তার ?
সময় নেই ভাবার ।
সেই এলে গেলে- বিজলীরই মত
হয়নি চেনা আজও -জাগে অবিরত ।
---------------