উম্মুচিত হল ইতিহাসের পাতায়
এক নব অধ্যায় !
জগতজুড়ে পায়নি কেহ চিক্তের অভিপ্রায়
এই প্রথম উড়েছে পাল বৈশাখীর হাওয়ায়
উৎসব পার্বনে যোগ হল - ঐ মহিয়সীনির সায়
সাধুবাদ তবে বঞ্চিত কতক নাহি ওরা পায়
ওহে মহিয়সীনি মায়ের কোলে
কে নিবে  এ দায় ?
এরাওতো অসাম্প্রদায়িক তোমারই ছত্র ছায়ায়
চির ঐতিহ্য বৈশাখী অবয়বে উত্তালে ডুবায়
অমর সুরে গেয়ে ওঠে বাঙ্গলীর অভিযাত্রায়
ওরাও তোমায় ভালবাসে লাল-সবুজের ধারায়
তবে কেন নিরাশা ওদের আশায় ?
বেসরকারী চাকুরী করে বলে ?
কেউ নাহি ফিরে ওদের দলে
বোনাসের দুয়ার খুলে ।
চারিদিকে হৈ চৈ বৈশাখ এল ঐ
সরকারী চাকুরীজিবী নাচে গায় হৈ হৈ !
মহিয়সীনি দিলে  তুমি, বৈশাখী বোনাস ঐ ।
বেসরকারী আছে যত ওরা আজ গেল কই ?
নয় কি ওরা তোমার দলে ?
আছে যত মায়ে এই !
ওরা কে ? আমরা কে?কেন তুমি নেও সেই ?
আমরা সবে বাঙ্গালী ,বৈশাখে মিলন হই ।
অসাম্প্রদায়িক বাংলাদেশ, ভাবী হৃদে চির সই
বেসরকারীও তোমার তরে ,খুলে দেও দুয়ার তাই
প্রজাতন্ত্রেরে প্রজা সবে , উৎসবে মেতে রই ।
চাইনা ভিবেদ ,চাই না ভাগ
সমহারে দেও ঠাঁই ।
বাঙ্গালীর মিলন মেলায় আমরা সবে একই গাই ।
সোনার বাংলা ভালবাসি, তাহার সম কেহ নাই ।
চাই চাই বোনাস চাই বৈশাখী বোনাস চাই ।
----------------