ভূ-কম্পন ঝাঁকুনি ভরপুর ভর দুপুর
ভীতুমন ছুটাছুটি কে এল দৌড় দৌড় !
নাচ নাচি থাম থাম শিরক ঐ ছাড় ছাড়
ভেঙ্গে সব চুড় মার সাহসী বুক ধর পর
কে এল ভয় ভয় গা্ঙ্গের জল চর পুকুর !
নাই নাই কেহ নাই শূন্য গরু গোয়াল নীড়
ডুবু জল উপছে তার পথে ঘাটে নদীর তীর
নাচে দোলে যত কূল ভূ-কম্পন তর তর
একি হল ভেঙ্গে পা খুইয়ে গেল নুপূড় তার !
এক আল্লাহ বিশ্বাস কর,
নবীর পথ ধর ধর ।
ফ্যাতনা ফাসাদ ভন্ডমী আর নয় ছাড় ছাড়
ছুঁড়ে ফেল বিশ্বাস কর
এক আল্লাহ নিশি ভোর
আয় আয় চিন চিন খুলে তোর অন্তঃ ডোর
শিক্ষা নবীর আল্লাহ সেই ইহ পর উর্ধ্ব শির ।
ছাড় ছাড় ভ্যাবিচার,
শিরক বেজায় মন্দ তোর
অত্যাচর অবিচার ভুমিকম্পে তুই শিকার ।
মুক্তি তবে পাবে সেই আল্লহর পথে ইমানদার ।
নেতা তুই খুল দুয়ার
দেরে সবের অধিকার ।
চাই চাই ন্যায়বিচার
নহে তোর সবই তার ।
মানলে তবে পাবি ছাড় আল্লাহ বড় শক্তি ধর
পাপ পাপ তোর পাপ ওরে নারী ওরে নর
ভূ-কম্পন ঝাঁকা ঝাঁকি শাস্তি প্রভূর সবে তর
ফির ফির তার দিক আল্লাহ রাসুল আজি ধর
ভু-কম্পন কামাই তোর -দিল প্রভূ অতঃপর !
     -----------
.