একটি গাছের একটি বোঁটায় দোলছে ছয়টি কলি
হঠাৎ ঝড়ে গাছটি নূঁয়ে ধুঁকছে জীবন গুলি
তবুও বোঁটা আগলে রেখে গিয়েছে সম্মুখ চলি
জীবন কষ্টে বন্ধুর পথে যায়নি কভূ ভুলি
আজ নয় কাল ফোটবে কলি পাঁপড়ি যত খুলি
আশার বুকে নোঙ্গর করে তেড়েছে নোংরা ধুলি
বোঁটার ছলে তুমি ”মা” বাপের পরশ দিলে
মাতৃভূমি প্রবাস ছোঁয়ে আনলে কলি ফুলে
তোমার কলি আজিকায়ে এসে স্বপ্নীল ডানা মেলে
জীবন রণে কর্ম্ জয়ে সুবাস সিংহাসনে
হারেনি কভু মেলেছে ডানা হৃদয়ের আপন কোনে ।
সৌরভ দিলে হারিয়ে অতীত তোমার কর্মের গুনে
একটি বোঁটায় ছয়টি কলি ফোটল সুখের দিনে ।
হাসলে তুমি হাসলে ভুবন ধন্য সবে শুনে ।
তোমার সৌরভ ছড়িয়ে দাও বিজয়ের সিংহাসনে ।
         -------------