ছন্দে ছন্দে কবিতার রন্ধে
যাদুর পরশে হৃদয়ের স্পন্দন!
বৈচিত্রে ভরা সৃজনের তন্ত্রে
ঐ দুর জয়ে কবির ক্রন্দন !
কবিতা তুমি  সুর তাল লয়ে শ্বাসতের আহবান
রণের বারুদে বিজয় নিশানে মিথ্যের বলিদান ।
হৃদয়ের গহিনে দীপ্ত শিখায় প্রেমের চির গান
কবিতা তুমি জীবন ছবি যুদ্ধের জয়গান
মায়ের বাণী অপরূপ সাজে সৃষ্টে মহিয়ান
জেগে ওঠ তুমি ঐ দুর জয়ে
নাহি হয় নতজান ।
কবিতা তুমি কবির ভাষায় তরঙ্গে ভাসমান
মাস্তুলে ঐ আলোর শিখায় অশুরের ফরমান
নিশি রাত্রির প্রহরী তুমি নির্বিক পালোয়ান
কবিতা তুমি তুলির ছোঁয়ায় কবির গহিন প্রাণ
স্বপ্নের ধারক অমীত আশার কালজয়ী মহা ধন
অন্তঃ গহিন বিজয় মাল্য গলায় পরিধান
কবিতা তুমি মর্ম্ কথায় নিত্য  চলমান ।
ভ্রান্ত মতের বুলেট বোমা কাব্যে আগোয়ান ।
কবিতা তুমি বীর সেনানী তুল ঘূণি তুফান
তাড়িয়ে যাও কালো মেঘ উড়াও বিজয় নিশান ।
কবিতা তুমি মানব প্রেমে বাজাও সাম্যের গান ।
তোমার পাতায় এঁকে যাই মায়ের কত ছবি!
কবিতা তুমি ওঠাও জেগে আঁধার হৃদের রবি।
----------------------