বহু রূপের অঙ্গে তুমি- ওগো মাতৃভূমি
উড়ে যাও লাল-সবুজে - রক্তে পাওয়া তুমি ।
খরা বর্ষা শীত হেমন্ত- তোমার অঙ্গে মাথা
ফুলে ফলে সবুজ গায়ে- মেলাও কত শাখা ।
বহু রুপের অঙ্গে তুমি- ওগো মায়ের তরী
মুক্তিযুদ্ধের গৌরব বর্ণ্ -যাও যে সদা পড়ি ।
সাম্প্রদায়িক দাঙ্গা ভুলে- চাও যে সবে চলি
থাকি যেন মায়ের কোলে- সকল ভেদ ভুলি ।
বহু রুপের অঙ্গে তুমি- ওগো মায়ের ছেলে
লোভী পাপী  দুষ্ট তুমি - যাও যে মাকে ভুলে ।
সখ্য গড় ওদের দলে-ক্ষমতা পাওয়ার দৌড়ে
ইন্দন দেও – শক্তি দেও- মুক্ত নিশান পুড়ে ।
বহু রুপের অঙ্গে তুমি- ওগো মায়ের মেয়ে
স্বৈর-ভূষণ গণতন্ত্রে – ভ্রান্ত গর্জ্ন লয়ে ।
ক্ষমতা দিয়ে লুফে নেও- ভয় ভীতির ছলে
কেড়ে নেও ন্যায্য তার- যত কুঁটচালে ।
বহু রুপের অঙ্গে তুমি- ওগো জ্ঞাণী গুনি
চাটুক সেজে বাজাও তুমি- দলের নেতার ধ্বনি ।
আম জনতা নাহি পারে- তুষ্ট চিক্তে মনে
ক্ষমতা লোভী চাটুকদারী- গিয়েছে সবই চিনে।
বহু রুপের অঙ্গে তুমি- ঐ যে ভাল আছে
ভালবাসে  মাগো তোমায়- মৌলিক রূপের ধাছে ।
ওঠবে জেগে নিশি ভোর- হৃদয়ের অন্তঃ ডাকে
তুলির রঙ্গে একাত্তরের- স্বাধীন মাকে এঁকে ।
বহু রুপের অঙ্গে তুমি- যুদ্ধে পাওয়া মাগো
ধনী গরীব কাল -ধলা -একই প্রেমে জাগো ।
লাল-সবুজের তিলক তুমি-  শ্রেষ্ঠ জাতির লগো।
বহু রুপের অঙ্গে তুমি- সোনার বাংলা দেশ
শহীদ গাজীর মূল্যদানে এলে পরিশেষ
আসলে বাধা -আসলে ঝড়- জাগাও তুমি বেশ!
      --------------