ভীতুরা ঐ হয়নি সবল –
ওহে দূর্বল।
চাটুকদারী কর্ম্ ক্ষয়ে হারায় মনোবল ।
পারেনি ওরা হারিসনি তুই -
ওরে জাতির বল ।
তাবেদারী- চাটুকদারী- ছেড়ে তোরা চল ।
আত্ত্ববিশ্বাস শ্রম দিয়ে আনরে জাতির ফল ।
ভালবেসে গড়রে জাতি -
উড়া জাতির পাল ।
নত শিরে ভিতু চলে হারিয়ে নিজের কুল
অলস ঐ শত্রু তোদের ভাঙ্গছে স্বপ্নের ফুল ।
অস্র ছেড়ে কলম ধর- ওরে নবীন দল ।
চল চল চল -
ওরে তরুণ দল ।
নাটের গুরু স্বৈরাচার দিচ্ছে তোদের নকল ।
বাচতে হলে জানতে হবে নিতে হবে আসল।
না চেয়ে ঐ নিজের পায়ে মারছিস কেন কুড়াল ?
ভুলতে হবে মাদক নেশা বলরে তরুণ বল ।
মান সম্মান নিয়ে তোরা উড়া স্বাধীন পাল ।
হ রে তোরা সবল- নেরে জাতির হাল ।
      ---------------------