দেখরে তোরা ঐ যে ঘটক
গুপ্ত হত্যা করছে কতক !
তোরই পিছে সেই যে ঘাতক
প্রাণ নাশের খুলেছে ফটক ।
চাপাত দিয়ে কল্লা কাটে
রক্তের হোলি পথে ঘাটে ।
কখন কারে নিচ্ছে তুলে
ভয় যে আজ মায়ের কোলে ।
মুক্ত রাজ্যের গুপ্ত সৈনিক
রাজার তটে খেলছে দৈনিক ।
প্রজার দিকে হোলি যত
নিচ্ছে প্রাণ ওদের মত ।
দেখবে কে -বলরে তোরা ?
আলোর তরে নাইরে তারা!
ভ্রান্ত পথে কিনছে আঁধার
বিচারহিনে খুনের সর্দার ।
মাল্লা যত একই পথে
নাইরে মাঝি যাত্রীর সাথে ।
জাগরে যাত্রী ধরলে হাল
হঠা যত নরক পাল ।
প্রভূর ধরায় তু-ই শ্রেষ্ঠ
তোরই কর্মে তাড়া দুষ্ট
শক্তি তোদের দিয়েছে প্রভূ
ভ্রান্ত নাহি জিতেছে কভূ ।
---------