ভয় ভয় চারিদিকে ঐ
মাগো তুমি কই ?
অস্থির রূপে অগ্রি দহ করছে পুড়ে ছাই ।
অঙ্গে মাখা হিংস্র তিলক সবখানেতে পাই ।
অস্থির খেলায় মাগো তুমি রক্তে পাওয়া ভূমি
লাল-সবুজে নেইতো সেই হালে এসে তুমি ।
যেদিক তাকাই সেদিক দেখি রক্ত চুষা পাখি
প্রহরী তোমার নিচ্ছে ছিনে প্রজা যাহা রাখি
অস্থির খেলায় মাগো তুমি গুম হত্যার নায়
কে যে কখন বলি হবে বার্তা নাহি দেয়
আঁচল ঘেরা তোমার কোলে ঐ যে কত মৌ
তিক্ত শুলে দিবা নিশি নাহি দেখে কেউ !
ধর্মের ঢেউ শুভ্র বুলি কত রঙ্গে শুনি
যে যার স্বার্খে শুনিয়ে যায় রাজনৈতিক বাণী ।
প্রিয় প্রিয়সী ভ্রান্ত প্রেমে বিভেদ ঢেউ তোলে
পাক পাখালি শুন্য বনে নাহি ফুলে ফলে
চৈতাল খরায় তপ্ত দহে দুদু বালু চরে
যৌবন ধসে জাতির আলো নাহি জাগে ভোরে
অস্থির খেলায় মাগো তুমি আঁধার পথে চলো
জ্ঞাণী গুনি শিক্ষিত ঐ আলোর তরে কালো।
চাটুকদারী তাবেদারী তোমার কোলে মাগো
সত্য ছুঁড়ে মিথ্যে জালে স্বাধীন বাংলার লগো !
অস্থির খেলায় মাগো তুমি হিংস্র নর গ্রাসে
শিক্ষার ভেলায় নগ্ন মাঝি নকল কর্মের ত্রাসে
বণিক পাড়া অফিস পাড়া লোভীর চক্রে ধরা
শাসন তন্ত্রে স্বৈর  ভূষণ গণতন্ত্রের ছড়া ।
সরল পথে কে যেন ঐ পিছুন পিছুন ধেয়ে
অস্থির খেলায় মাগো তুমি -ঐতিহ্য সেই খুঁয়ে ।
       -----------