অপরূপ শিমুল পলাশ বোঁটায়
কে যেন ফোটিল পাঁপড়ি সুবাস গাঁয় !
কে সেই অপরূপা বসন্ত শোভায় ?
মগ ডালে  উঁচু শিরে রক্তিম ডানায় ।
দেখেছি তারে নূপুর পায়-
ঐ পথে যায় ।
হেলে দোলে নেচে গেযে চুপি চুপি চায় ।
কাকে যেন ডাকে ওগো- আয় তুই আয় !
সেই পখ কত দুর - নাহি তবে জানায় !
ছুটেছি কল্পিত পথে -ঐ দুর ছায়ায় ।
এই বুজি সেই গগণ অমীত সাড়ায়
বর্ষা বরণে ফোটিবে কদম
পাল তার উড়ায় ।
ফুলে ফুলে সাজিবে বাগান বৃক্ষ তরু লতায়
ডাকিবে কোকিল কুহু কুহু সুর বাজায়
প্রভাত প্রহরে গোধূলীর আভায়
নিঝুম রাত্রির রূপালী জোছনায়
আসিবে ফিরে  প্রেম ডানা ছড়ায়
গাইবে গান সুর তাল ধারায়
যুগল প্রেমের শ্বাশত ভাবনায়
ফোটিবে আবার বসন্ত ধরায়
চির সুবাসিত শিহরিত বোঁটায় ।
ধরিবে ওগো তুমি হাতখানি জড়ায়
সেই পথে আজও চেয়ে জীবন্ত আশায় ।
-----------------