আশ্রয় প্রার্থ্নায় মুশরিকেরা আসে যদি নীড়ে
না হয়ে বিমুখ খুলে দাও দুয়ার  ওর দিকে ফিরে
পড় তুমি  প্রভুর কালাম মধুর কন্ঠ সুরে
ও যেন শুনে প্রভুর বাণী তোমার সীমা ঘিরে ।
অতঃপর তুমি নিয়ে যাও তারে
ওরই আপন ঘরে ।
বুঝেনা সে রাখেনা জ্ঞান তোমার মত করে ।
সম্পর্কচ্ছেদ নয়তো আলো মুমিন প্রাণে উড়ে
শুননি ঐ ভেবেই দেখ কোরআন হাদিস পড়ে !
আল্লাহ রাসুল বলেছেন তাই যেওনা চুক্তি ছেড়ে ।
মনে নেই তোমার ?
পূর্ণ্ কর- ঐ যে লিখে ছিলে !
যেওনা ভুলে পালনকর্তা সকল উর্ধ্ব পালে ।
বিজয় বাণী ওরই তরে নাইতো কাফের দলে ।
ঘোষনা আল্লাহ দিয়েছেন ঐ মহান হজ্বের দিনে
মুশরিকদের দায়িত্ব আল্লাহ নিবেনা কোন ক্ষণে।
নিবেই তবে তওবা করে আল্লাহ- রাসুল সানে ।
তওবাবিনে গজব আল্লাহ দিবে মুশরিক দিকে
উর্ধ্বে আল্লাহ ঘোষনা দাও কাফের হবেই ফিকে ।
কল্যাণ ঐ প্রভুর ডাকে দিয়েছে কোরআন এঁকে ।
                  -----------