উদর গহিন কষ্ট সহে
নবীণ নিয়ে জাগো ।
বুজেনি তবু গন্ধ শুকে
চিনেছি তোমায় মাগো ।
ক্ষণিক ধরায় তোমার কোলে যতন করে রাখো
নবীণ সুখে নিজকে ভুলে অন্তঃ হৃদে দেখো।
মূল্যবিনে উজার করে অভয় ডানা মেল
মাগো তুমি আগলে রেখে এমনি কত চল ।
সজিব প্রাণের অচল দেহ আপন মতে গড়
দিবা নিশি দুগ্ধ পানে সতেজ সবল কর ।
সুখে- দুঃখে সদা তুমি কল্প ছবি আঁক ।
বিলিয়ে যত তারই তরে ব্যাকুলপানে থাক ।
ওঠাও জেগে ধনটি তোমার
কালো মেঘের ফাঁকে ।
ভালবাসার রং তুলিতে
মায়ের বন্ধন এঁকে ।
মাগো তুমি সন্তান সুখে সদা পথে চেয়ে !
গড় তারে ভুবন বুকে কোমল পরশ দিয়ে ।
কত বেলা কত ভেলা যাও তুমি টেনে
বিরক্ত ঐ নাহি হও একটু আলোর গানে ।
তোমার দানে এই ভবে শিশু বড় হালে
মূল্য তোমার কিবা দিবে
ইহ-পর কালে ?
মাগো তুমি না চেয়ে ঐ সন্তানেরই পালে ।
সুখে-দুঃখে সর্ব্ক্ষণে রাখ আঁচল কোলে ।
প্রভূর পরে তুমিই হলে সৃষ্টির উর্ধ্ব শিরে
সন্তান সবে ক্ষুদ্র অতি সেই আলোক তরে !
ফরিয়াদ করি মুক্তি পেও ঐ পারে যেয়ে ।
ধন্য প্রভূ ধন্য মা তোমায় সদা পেয়ে ।
“মা”গো তুমি শ্রেষ্ঠ জ্যোতি উভয় কূল জয়ে ।


****************