নেই  নেই !
শুধু নেই- চাওয়া পাওয়ার শেষে ।
জম্ম থেকে আজবদি  কত কিছু পুষে !
কি নেই কি আছে চলে হিসাব কষে !
হয়নি কভু পেয়ে তাই তৃপ্তি নাহি আসে ।
ঐ দেখে মরে যায় তাঁরে দোষে দোষে ।
যায় ভুলে জীবন আজ গাফেল পখে এসে ।
নাহি থামে কবরদি প্রাচুর্যেরই গ্রাসে ।
না জেনে ক্ষণিক মোহে দিচ্ছে ইমান ধসে ।
কতক লোভে মিছে ঘুরে দুষ্ট চক্রে মিশে ।
উচিৎ কিনা উচিৎ নয় তাও যায় ভুলে ।
প্রাচুর্য্ই নেয় কেড়ে হয়নি দেখা  মেলে ।
অচিরেই পড়বে ধরা আসছে পাল তোলে
জানতে যদি জাহান্নাম ঐ
ডাকছে দুয়ার খুলে ।
যেতেনা ঐ সম্পদ পিছে ধরার মোহে উড়ে !
বিশ্বপিতা মহান শক্তি দিবেই লোভী পুড়ে !
নিবেই হিসাব পেয়েছো যা শেষ বিচার দিনে
করেছো কি নেয়ামত তাঁর !
ওগো মানব জনে !!
অল্প কিনা বেশী তোমার নাইতো মূল্য তার
নেয়ামত তুমি পেয়েছো যা সবই আল্লাহর ।
------------