কে সেই নকল ছেলে অভয় চিত্তে মনে ?
গৌরব গাঁথা ইতিহাস  আজও ধরে টানে ।
গর্জে ওঠে যখন তখন পরাজিতের গানে ।
মায়ের বুকে চড়ে বেড়ায় তারই ধবংস এনে ।


কে সেই নকল ছেলে লাল-সবুজের গায়ে ?
এরাই দোসর পাকিস্তানীর আজও গেছে রয়ে ।
শুভ্র মুখে অন্তেঃ কালি সোনার বাংলা গেয়ে ।
চায়না মাকে সখ্য করে হায়নাদের হয়ে ।


কে সেই নকল ছেলে আজও বাংলার বুকে ?
ভাষা দিবস, মুক্তি যুদ্ধের উল্টো ছবি আঁকে !
বুদ্ধিজীবি হত্যা দিবস নাহি তারা দেখে ।
পাকিস্তানীর দোসর হয়ে সত্য গোপন রাখে ।


কে সেই নকল ছেলে ধোকা দিয়ে চলে ?
মুক্তি যু্দ্ধার ভান ধরে মিথ্যা কথা বলে  ।
ক্ষমতা লোভে অর্থ্ লোভে মৌলিক যায় ভুলে ।
স্বৈরতন্ত্রে গণ নামে অভিনব ছলে ।


কে সেই নকল ছেলে বিরোধী শক্তি এনে ?
ওদের টানে বেজায় চেঁচায় নিশি ভোর দিনে ।
এরা সেই নকল ছেলে মায়ের সন্তান জানে ।
ভয় নেই ”মা” যাইব মোরা তোমার আঁচল টেনে ।


কে সেই নকল ছেলে দালাল হয়ে উড়ে ?
তোমার বুকে খেয়ে পড়ে
লাল-সবুজ পুড়ে ।
হঠাও পিতা ঝুলাও তারে
আইনের সূত্র ধরে ।
চিনে নাও এরাই সেই পাকিস্তানীর নাড়ে ।


কে সেই নকল ছেলে অভিনয়ের চলে ?
মুক্তি যুদ্ধ বাহ্যিক এনে অন্তেঃ বিষ ঢfলে !
ভ্রান্ত দিয়ে জন টানে ভোটের সময় এলে ।
ভয় নেই ”মা” গেছি চিনে এরাই নকল ছেলে ।


           ---------------