সুন্দরী জবা তুমি  


সুন্দরী জবা তুমি একাকী তটে
অচেনা কাঁদা মাটি কিংবা পথে ঘাটে ।
অবহেলায় প্রেমহীন কত থাক ফোটে
কেউ নাহি চুমু দেয় ঐ রাঙ্গা ঠোঁটে
তবু কিনা তুমি হও অহংকারী বটে !
নাহি ভাব নহে তুমি গোপালের সম
উর্ধ্বে তুমি হতে চাও সবের প্রিয়তম
সদা নাচ পাঁপড়ি মেলে নাহি হও নম ।
মিথ্যে নিয়ে চল তুমি তারই রূপ ধ্যানে
ডানা মেলে উড়ে যাও নিষ্ঠুর কোন বনে ।
জবা তুমি অহংকারে যৌবনহীন ডালে
চতুর ডংগে মিথ্যে সেজে শ্রীহীন ফুলে ।
অহংকারে হারিয়ে  পথ নুঁয়ে আজ তুমি
নাহি কভূ জাগে তোমার প্রেমসত্ত ভূমি ।
মিথ্যা ঐ অহংকার নাহি আর ফিরে
ঘৃণ্য ঝড়ে লুটিয়ে প্রাণ তপ্ত দহের নীড়ে ।
অহংকারী জবা তুমি বিলিয়ে মধু শুলে
চুষে নেওয়া মৌয়ের ঝাঁক সেই যে গেল চলে
দিবা নিশি কত চড়ে আজিকায় ভুলে ।
এই যে দেখ তোমার রঙ্গে গোলাপটি ঐ দোলে
কোমল গায়ে ছড়িয়ে সুবাস প্রেমময় কোলে ।
একই রঙ্গে হলেও তুমি নয়তো  গোলাপ তুল্য
অহংকারীর সত্য তরে নাইতো কোন মূল্য।
সুন্দরী জবা তুমি  মিথ্যে রূপে সেজে
ভ্রান্ত মোহে হারিয়ে পথ পাওনি প্রেম খুজে ।


     --------------