হবেনা ফিরা আলোক তরে
কাফের হয়েই রবে !
যতই বলুক আলো ওরা
বধির কর্ণে ভবে ।
পেয়েও ওরা নেয়নি তাহা
হয়েছে শুভ্র কবে ?
কতক ওরা ভান ধরেছে যেন আল্লাহর হবে !
আদৌ ওরা মুমিন নয় জেনে রাখ সবে ।
ভাবে ওরা ধোকা দেয় ইমানদারী হয়ে
হরেক সাজে চাউর করে আপন সুরে গেয়ে ।
যায় যে ভুলে নিজেরাই ক্ষতি গ্রস্থের দলে ।
নিকটেই  শাস্তি ওদের মিথ্যা কর্মের ফলে ।
নেয়না শুনে নেয়না  দেখে অন্তঃ দৃষ্টি মেলে
নিজেদেরেই চালাক ভেবে অগ্নি শিখায় জ্বলে ।
জগত জুড়ে ঝগড়া বিবাদ ওরাই সৃষ্টি করে
ঘোষনা দেয় শান্তির ধারক অজ্ঞ ডানায় উড়ে।
চতুর ডঙ্গে হরেক রঙ্গে ইমানদারী সাজে
চিনে আল্লাহ কর্ম্ ওদের নাইতো আসে কাজে ।
ইমানদারের ভিতর ঢুকে উপহাস খোঁজে ।
মুমিন রূপে কাফের ওরা নয়তো তাহা বুজে ।
          ------------