নিথর দেহে দাঁড়িয়ে তুমি যাও  কথা বলে
জেগে থাক  দিবা নিশি লাল-সবুজের কোলে  ।
তোমায় ঘিরে কত বীর গিয়েছে দলে দলে
বীর বাঙ্গালী সাহসী ছেলে যত তুমি পেলে!
রণ বীর জীবন দানে বাংলা মায়ের ছেলে
সালাম বরকত রফিক জাব্বার
কত কেড়ে নিলে !
মাতৃভাষা এনেই তবে রক্তিম বৃত্ত দিলে
রক্তে ঝরা ”শহীদ মিনার ”এই তুমি হলে ।
তোমার গায়ে এঁকে  ছবি প্রতিদানের ছলে
আঁধার নিশি জেগে তুমি ইতিহাসের  মূলে ।
গেয়ে যাও  উদ্দীপনায় বাহান্নরই তালে
বাজাও সুর বীর বাঙ্গালী হারনি কোন কালে ।
ঐতিহ্য তার গর্বে ভরা মুক্তির অমর পালে ।
বাংলা মায়ে শহীদ মিনার শক্তির উৎসে দোলে
দিবস মোদের মাতৃভাষা ভুবন আলোয় জ্বলে
বাংলা ভাষা জাতির হৃদে প্রেম দুয়ার খুলে ।
চেতনায় তুমি “শহীদ মিনার ”
শিমুল- পলাশ ফুলে ।
সুবাস দাও শক্তি দিয়ে বিজয় ডানা মেলে ।
         --------------