হে প্রিয় ,তুমি কি জান-
কোথায় তুমি যাবে ?
সেই পথের যাত্রা ক্ষণে কেবা ফিরে আসে ?
রুহের আলিঙ্গন ভুলে উড়বে কোথা শেষে !
মৃত্যেু পরোয়ানা ঐ যদি ধেয়ে
কেহ নাহি ফিরে ওগো  সেথায় যেয়ে !
তারই ডাকে অনন্ত পথে স্থায়ী পাড়ি দিয়ে
চির নোঙ্গর হবে প্রিয়
তারই আপনালয়ে।
নিয়েছো কি আলো তবে মুক্তি যদি পাবে !
করেই দেখ তালাশ তোমায়
কি করেছো কামায় ?
বুনেছো কি ক্ষণিক ধরায় তারই অভিপ্রায় !
মুক্তি কি তবে পাবে তুমি
সেই  অমীত আশায়?
সেতো নয় ঐ দুর
পাবে তুমি নিশ্চয় !
তুমি কার ? কেন এলে?
কর যদি জয় !
কোন বাঁধা নহে বাঁধা গোলাম পিছু রয় ।
বান্দা তুমি মুমিন হলে হবে দুর যত ভয় !
হে মুমিন - তুমি বীর, তুমি বীর্যবান
তুমি তৌহিদি ইমানদার ।
তুমি নতশির –
তুমি গোলাম- ঐ একক প্রভূর।
তুমি রাসুলের সৈনিক, তুমি মুক্তির দাবীদার।
তুমি নহে পশ্চাতমুখী, তুমি অগ্রণী হকদার ।
তবে কেন ভয় - হে মুসলমান ?
সম্মুখে তোমার মুক্তির পথ -হাদিস- কোরআন ।
      ---------------