তুমি কি পার - প্রভূ যা পারে ?
দেখিয়ে যাও তবে তারই মত করে!!
ফুলে ফলে  পাহাড় পর্ব্ত আরো কত তীরে
নদী নালা খালে বিলে বৃক্ষ সারি সারি ।
অপরূপা ভুবন কূলে লুকায়িত যত পূরি!
কে পেরেছো তার করূণার পথ ছাড়ি ?
তবে কেন চল তুমি শয়তানের পথ ধরি ?
হে প্রিয়- হে মানব-
তুমি সৃষ্টির সেরা অনুগ্রহ প্রভূর।
পেয়েছো আলো দেখেছো পথ
এনেছো মুক্তি তোমার ।
নত শিরে তুমি নহে কেহ আর দাসত্বেই মহিয়ান
চিনে নাও প্রভূ- ঐ দিনে পাবে- হও যদি নতজান ।
ক্ষণিক ধরায় একি কর তুমি !
তারই চাওয়া ভুলি ?
হে গোলাম, জাগিয়ে তুল হে -নতশিরে তোমার তুলি ।
দম্ভ -অহংকার –নহে কিছু তোমার দিয়েছেন প্রভূ বলি
যা কিছু আছে সবই তারই আপন মহিমার কলি ।
হে গোলাম,
আগামীর পথে পুষ্প ফোটাও তারই মন্ত্রে চলি ।
ক্ষণিক ভবের-  দম্ভ-গর্জ্ন -নাহি আসে কাজে
তারই ডাকে যেতে হবে  তোমায় -ঐ পার সেজে !
তবে কি নিয়েছো পূঁজি হাদিস- কোরআনে এসে ?
সৃষ্টির শৈলী সবই তোমায় দিয়েছেন ভালবেসে ।
অন্তঃকরণে জাগিয়ে তুল হে- তারই পাল তুলে ।
ক্ষণিক মোহে নাহি ভুল তারে দুষ্টের কুঁটচালে ।
জাগিয়ে তুল হে প্রিয়- তোমার ভিতর রবি
গোলাম তুমি এঁকে যাও ঐ-প্রভূর যত ছবি ।
      ---------------