ওহে, তুমি কি জান !
করাঘাত কারী কি ?
এতো সেই ভয়ানক ঐ
যখন দেখে  কাঁদবে তোমার
অন্তঃ বাহ্যিক আঁখি।
ধরার মোহে কতইনা দিয়েছো নিত্য ফাঁকি ।
ক্ষণিক ধরা যাবেই উড়ে
ভাববে শুধু একি !
হবেই মানব বিক্ষিপ্ত পতঙ্গেরই মত
ব্যকুলপানে ছুটবে ওরা নশ্বর ধরায় কত !
যে দিন কিনা ওঠবে জেগে কর্মের সব ত্রুটি
অসহায় যত খেই হারিয়ে করবে ছুটাছুটি
ধবনিত হবে রঙিন পশম পর্ব্ত মালার মাটি
পাল্লা যাদের ভারীর দিকে পাবে মুক্তির খুঁটি !
হবেই সুখী পাবে আলো ইমান যাদের খাঁটি ।
ওরে মানব জেনে নাও হাল্কা নিত্তি হলে
অগ্নি হবে চির সঙ্গী অবিনশ্বর কালে!!
মুক্তি নেই ঐ দিনে হাবিয়া দোযখ পেলে ।
           --------