কোথা থেকে এলে তুমি ভুবনের কোলে
ভেবেছো কি কভু তুমি জ্ঞানের দুয়ার খুলে ?
কে সেই দয়ালূ- দেহে প্রাণ দিলে!
শ্রেষ্ঠ তবে উর্ধ্ব শিরে জ্ঞানে পাল তুলে
নহে জ্ঞাণী মুর্খ্ দলে
অজ্ঞে যেই চলে ।
সেই জ্ঞাণী অগ্রে যেয়ে আল্লাহ রসূল চিনে
আল্লাহ ছাড়া মাবুদ নেই
ওরাই যায় জেনে ।
তিনি এক অদ্বিতীয় নত শিরে মেনে
রসূল তাঁর প্রিয় বন্ধু মানব মুক্তির গানে ।
কালিমা এই বিশ্বাসে আলো দিবে এনে
প্রভু ঐ গোলাম চিনে
এই মন্ত্রের গুনে ।
যুগে যুগে কালে কালে মুক্তির দুত এলে
নামাজ ঐ চাবি হয়ে ওঠে যদি জ্বলে
স্বার্থ্ক তবে তুমি হবে নবী প্রিয় দলে ।
এক আল্লাহ উর্ধ্বে জেনে অন্যে নাহি দোলে ।
গোলাম তুমি হাসবে সেদিন প্রভুর প্রতিদানে
নত শিরে এসো মুমিন দাসত্ব ঐ কিনে
নামাজ রোজা হজ্ব যাকাত আয়ু কালে বুঁনে ।
মুক্তি তবে ঐপারে, যাওরে মুমিন শুনে ।
--------------