বিশ্বাসীগন হারেনি কভূ যুদ্ধ রণে যেয়ে
জিতেছে সদা সমর রনে  নবীর সঙ্গী হয়ে ।
একক সত্তায় এনেছে ইমান  তৌহিদী গান গেয়ে
প্রাণদানে হয়েছে শহীদ তারই নির্দেশ পেয়ে ।


কষ্টে পাওয়া রক্তে ঝরা কত শহীদ প্রাণ
শান্তির ধর্ম্ ইসলাম এল- ওহে মুসলমান ।
বিশ্বাসী ঐ ইমান এনে হয়েছে আগোয়ান ।
হয়নি পিছু করেনি আঘাত নেয়নি কোন প্রাণ ।


উপমা সেই ইসলাম ধর্ম্ মানব মুক্তির আলো
অন্ধে যেয়ে করেনি যুদ্ধ ভুলেনি তার লগো ।
মারেনি ভাই বিধায়নি শুল ভ্রান্ত বাণী শুনে
জীবন ধারায় জেগেছে সদা
হাদিস-কোরআন  জ্ঞানে ।


অথচ সেই বীরের জাতি হারিয়ে মুক্তির পথ !
ভাইয়ে ভাইয়ে যুদ্ধ করে ভাঙ্গছে নিজের রথ ।
কিসের ভুলে ইসলাম তরে আঁধার নেমে ঐ ?
ওহে মুমিন, সেতো এই করেছো যা কামাই ।


ধরছো শয়তান নিচ্ছো তারে করেছা ভাগিদার
ভাইয়ে ভাইয়ে রক্ত চুষে ছুড়ছো তলোয়ার ।
গেছো ভুলে আদেশ প্রভূর ভেঙ্গে অঙ্গিকার
গোলাম তুমি দাস তুমি  নেইতো সেই আর ।
          ---------------