ওহে ,হায়েনা  দেশদ্রোহী কুলাঙ্গার
ওহে ,ক্ষমতা লোভী অবৈধ যত চোর
ওহে, বেইমান চুপছে থাকা নিশাচর
ওহে ,জাতির শত্রু বিভক্তির সুর
ওহে, অভিশপ্ত দোসর
ওহে, অর্থ্ লোভী কলংঙ্কিত আঁধার
ওহে, দূর্বল তরে সবলের অত্যাচার
ওহে, অন্ধ কানা বধির
ওহে, লাল-সবুজে শুত্রু মায়ের
ওহে, দম্ভে ভরা ক্ষমতার চেয়ার ।
শুনরে তোরা শুন,
আমি কিশোর - আমি দুরন্ত- আমি দূর্বার
আমি চিতার গতিবেগ প্রলঙ্ককরী ঘুর্ণি ঝড়
নাহি ডড়াই - নাহি ছাড়ি-
অধিকার আদায়ে
আমি অতঃপর , বড়ই স্বার্থ্পর !
আমি ধেয়ে আসি  নেই কেড়ে করি চুরমাড়
আমি আগামীর আলো - আমি তরীর কান্ডারী
আমি দূর্ণিবার – আমি লাল-সবুজের কর্ণ্ধার ।
শনরে তোরা শুন,
আমি অশুভ শক্তির অগ্নি বান
আমি মুক্তির প্রতীক –আমি রণ বীর
সংগ্রামের উত্তাল ধ্বনি-”জয় বাংলা” সুর
আমি স্বাধীন বাংলায় গর্জে ওঠা সেই হঙ্কার ।
৭১ স্পৃহায় অদম্য সৈনিক তোর
নাহি পাই ভয়-  নাহি চাই দমিবার ।
তোকে ভালবাসি আমি - নাহি কিছু হারাবার
উড়াই নিশান- দৌড়াই ওদের
অশুভ শক্তির
ঐ যত অশুর ।
পারবেনা ওরা হারাবই এবার ।
আনবই ছিনে অধিকার সবার ।
দিয়েছে পিতা মন্ত্র শিখে নয়তো  দেরী আর
যুদ্ধে যাব তাঁরই পথে এটাই অহংকার ।
  ----------------