কোন অভিশাপে বোঁটাটি ঐ
চুপসি থেকে দোলে ?
চায়না ফোটে পাঁপড়ি তার
আগামীর স্বপ্নীল ফুলে !
দেখেনা কেহ নয়ন খুলে,
জাগতিক যত লোভে ।
কীট পতঙ্গ বৈরী হাওয়া তীব্র দহের ক্ষোভে ।
সবুজ শ্যামল চাঁদর গায়ে হলদে ভূষণ লয়ে
বৃক্ষ ডগায় ন্যাড়া পাতায় যৌবন তার ক্ষয়ে
সবুজ কলি ফোটেনি সেই রত্তিম পাঁপড়ি মেলে
কষ্টে পাওয়া মালির স্বপ্নে রিক্ত পাঁপড়ি ঝুলে ।
পারেনি তুফান পারেনি ঝড় তাঁরই জন্ম কালে
বুক উচিয়ে করেছে লালন নিজের চাওয়া ভুলে
আশা ছিল আসবে ফিরে অভিমান যত ভেঙ্গে
প্রকৃতির সেই  ডিঙ্গে বাঁধা জাগবে হরেক রঙ্গে ।
সেইনা ভুলে সিঁধ কেটেছে আঁধার নিশি উড়ে
মানব সৃষ্ট হিংস্ ভরা মতভেদে দৌড়ে
সবুজ বৃক্ষের যৌবন ডালে দিচ্ছে কলি ঝরে ।
বাগান মালি হতাশ বনে এদিক সেদিক ছুটে
স্বপ্নে গড়া বাগান বুকে কলি নাহি ফোটে ।
এইনা দেখে ভ্রমর গুলি মধুবিনে চটে
যেথায় সেথায় শুল বিঁধে রক্ত ছিনে কেটে ।
প্রেমিক যুগল সুবাসবিনে উদাস বনে ঘুরে
নাহি জাগে স্বপ্নীলকলি ফুলের সৌরভ ঘিরে ।
   ----------------