আজকের শিশু ”আগামীর আলো”
তোমরা কি তা জান ?
তবে কেন ?
তোমার শিশু অকাল মেরে ফেল  !
পারনি তুমি পারবে ও সম্মুখ পানে চল
অধিকার দাও গড়ে তুল
আপন আলয় জ্বালো ।
তোমার ছায়ায় ও যে বেড়ে যেমনি তুমি এসে
আজিকার শিশু তোমার পথে উড়াও হেসে হেসে
যতন তরে তোমায় ঘিরে রেখ পাশে পাশে
তোমার স্বপ্নে ওঠাও জেগে লাল-সবুজের ঘাসে
ওরে মা -ওরে পিতা- যেও ভালবেসে
ও যে অবুঝ শক্তিহীন- চায় যে তোমায় মিশে
আজিকার শিশু ”আগামীর আলো”
দিওনা জীবন নাশে ।
আদর দাও সোহাগ দাও যেমনি তুমি নিলে
তুমিও ছিলে ওরই মত শ্রেষ্ঠ মায়ের কোলে ।
তবে কেন  সন্তান তোমার দিচ্ছ দুরে ঠেলে ?
শাসক হয়ে তাড়াও তারে চড়াও মরন শুলে  !
না দিয়ে ঐ নিষ্ঠুর হও তারেই কোমল প্রাণে !
তুমি মা-তুমি পিতা -তুমিই পার এনে
দিয়ে আলো জীবন পথে শিশুর সজিব প্রাণে
গড়ে তুল আজকের শিশু আগামী গড়ার দিনে ।
জেগে ওঠ সকল পিতা- ওঠ জেগে মাতা
তোমার গুনে বাড়াও ওদের বানাও মায়ের নেতা
আজিকার শিশু আঁধার পথে তোমার আলোক ছাতা ।
------------------------------