ঐ আকাশের উদয় রবি মানব কোলে হাসে
”মানব অধিকার” হৃদে এনে চলে ভালবেসে ।
একে-অপর হাত বাড়িয়ে নিত্য থাকে পাশে
অশুভ ঐ ছোঁয়ানা তারে
”মানব অধিকার” নাশে ।


শ্রেষ্ঠ জ্যোতি মানব অতি ভুবন বুকে এসে
বিলিয়ে সেবা পরকে চিনে
মানব অধিকারে পুষে ।
নেয়না কেড়ে অন্যের পাওনা
লোভ -লালসার গ্রাসে ।
এগিয়ে এসে বুজিয়ে দেয় ন্যায্য হিসাব কষে ।


”মানব অধিকার” তুচ্ছ নহে
উর্ধ্বে নীচে সম ।
শ্রেষ্ঠ অতি মানব প্রেম
ওগো প্রিয়তম ।
প্রভু চিনে কর্ম্ গুনে দেয় তোমায় দাম ।
অধিকার দাও ফিরে এসো
হয়ে তুমি নম ।


তোমার সম আমারও রহে দিয়েছে প্রভূ বলে
”মানব অধিকার” উভয় কূলে
যেওনা তুমি ভুলে ।
ন্যায্য পাওনা হিসাব কষে দেওরে ওরে তুলে
কেড়ে নিয়ে হিংস্র ছলে
যেওনা নরক শূলে ।
-------------------