মুক্তি প্রশ্নে আসুক ফিরে গণন্ত্রের ফুল
থাকুক যেথায় একই মন্ত্রে ওঠুক জেগে কূল ।
লাল-সবুজে মুক্তি যুদ্ধ সব চেতনার মুল
হৃদয়চিত্তে আকড়ে ধরে তাড়াও যত ভুল ।


কে আছে ঐ ”মা”কে বিনে গণতন্ত্র চিনে ?
রাজা- প্রজা একই বৃত্তে ফোটুক সকল দিনে ।
পাঁপড়ি মেলে সুবাস ছড়াক একাত্তরকে এনে
অমর সুরে সেই মন্ত্র বাজুক হৃদয় কোনে ।


চাঁপাবাজ ধান্দাবাজ দাওনা আজই ছুঁড়ে
নয়তো ওরা মায়ের বুকে আপন হয়ে দৌড়ে !
হীন ওরা নেয় যে লুফে স্বাধীন নিশান পুড়ে
শত্রু পক্ষে সাফাই গায় মাতৃভূমি তেড়ে ।


ওরে তরুণ ওরে নবীণ সত্যকে যাও জেনে
স্বাধীনতা এমনি নাহি আসে কত ঋণে ।
লক্ষ শহীদ হাজার গাজী অমর যত প্রাণে
গণতন্ত্রের ফুলটি ঐ
ফোটুক সাম্যের ঘ্রাণে ।


আয় ছেলেরা আয় মেয়েরা স্বাধীন নিশান উড়াই
মায়ের বুকে শত্রু যত এখনি চল তাড়াই ।
ভিত্তি তোদের মুক্তি যুদ্ধ লাল-সবুজের সানাই
গণতন্ত্রে  সাম্যের গান ”সোনার বাংলা” গাই ।


থাকুক দল থাকুক মত তবু যেন পাই
গণতন্ত্রে মুক্তি যুদ্ধ হউক চির ঠাঁই ।
অন্য হলে মায়ের বুকে  তবে তোরা নাই ।
মুক্তি যুদ্ধের অমর গান একই সুরে চাই ।
  ------------------