হে মানব ,
তুমি কি কিছু ছিলে - এই অপরূপ সৃষ্টির  বুকে ?
আল্লাহ এনেছে তোমায় মিশ্র শুক্র বিন্দু থেকে ।
দিয়েছে আলো চোখের মনি- ঢুকিয়ে ধ্বনি মানব কানে
পরীক্ষা ঐ জীবন রণে - যত দিয়ে তোমার ক্ষণে
ছেড়েছে ওগো ভুবন বুকে - যাও যে তুমি তারই মেনে
সরল পথে ডেকেছে তোমায়- মুক্তির সেই অগ্রপানে ।
সেই কিনা তুমি !!
কৃতজ্ঞবিনে ছুটেছো কত- দুষ্টের ঐ আঁধার বনে ।
নিজেকে ঐ দিয়েছো সপে- অজানা যত ভ্রান্ত মনে ।
হে মানব-  তুমি কি জান ?
নিকটেই তোমার শিকল বেড়ি অগ্নি শিখায় নিত্য জ্বলে !
পাকড়াও করে নিবে তোমায় দোযখ অনল কঠিন শুলে ।
তবে কেন পথ হারিয়ে -উড়ছো তুমি উল্টো পালে ?
না বুজে ঐ যাচ্ছ দৌড়ে - শয়তান মোহের ভ্রান্ত  দলে ।
যাওযে ভুলে নেয়ামত প্রভূর- দিয়েছে যা তোমার থলে
হে মানব,
বিশ্বাসী ঐ করবে পান - কাফুর পাত্র দিয়ে
ঝর্ণা ধরা আসবে বয়ে তোমার প্রেমিক হয়ে ।
নিওনা ফিরে তোমার হাত এতিম দুঃখী চেয়ে
দিয়েছে আল্লাহ তোমার তরে আলোক বিধান দিয়ে ।
সালসাবীল পাবেই তুমি শেষ বিচারের দিনে
আল্লাহর শক্তি মহান অতি রহমত নাও কিনে ।
কোরআন হাদিস তোমার আলো যাও তুমি জেনে
বিশ্বাসী ঐ কর্ম্ দিয়ে- নেয় যে আগামী  বুঁনে ।  
    --------------