লুকিয়ে আছে তোমার গহিন একের ভিতর দুই
ক্ষণিক জীবে ওঠবে জেগে নিবে যখন বই ।
অন্তঃ বাহ্যিক উভয় জয়ে জ্ঞানই কেবল ঐ
আঁধারে সেই  আলো বুঁনে পারে দিতে ঠাঁই ।


হয়নি কভু অর্থ্ কড়ি জ্ঞানের সম ভাই
অজ্ঞ তরে আলোক শিখা শক্তি নাহি তাই ।
মূর্খ্  নাহি সমর রণে বীরচিত্তে পাই ।
শিক্ষা ঐ দেয় আলো একের ভিতর দুই !


ধন ঐ বাহ্যিক চিনে হৃদয় নাহি খুলে
বই যত আলো দিয়ে জ্ঞানের পাল তোলে ।
নাহি নেয় নাহি চায় আপন বৃত্তে চলে
অথভি্ত্ত রিপু দহে তোমায় যায় ভুলে ।


ধনে- জ্ঞানে সম হলে নাহি রিপু পারে
ধন কেবল বাহ্যিক দৃশ্যে ক্ষণিক মোহে দৌড়ে
শিক্ষা ঐ সাথী হয়ে যত রিপু পুড়ে ।
অন্তঃ-বাহ্যিক উভয় চিনে
মুক্তির ডানায় উড়ে ।


যে কিনা মূল্য বুঝে জ্ঞানে ধন চিনে
বই পড়ে আলো কিনে একে দুই বুঁনে ।
জীবন রণে ছড়ায় আলো শিক্ষা দীক্ষা এনে
জয় নিয়ে অমর থাকে এই ভুবন পানে ।
    ---------------