ঐক্য হও রুখে দাও -শান্ত তরীর ভ্রান্ত নিশান
চিনে নাও তাড়িয়ে দাও- বীর বাঙ্গালী পালোয়ান ।
তোমরা মুক্তির সূর্য্ সৈনিক- অসাম্প্রায়িক নজোয়ান
জিতেছ সদা হারনি কভূ- গেয়েছো ওগো জয়গান
ঐক্য হও রুখে দাও -অগ্নি যত ঘুর্ণি তুফান
ঐতিহ্য ঐ মুক্তি সুরে -বাজাও তুমি শান্তির গান ।
বীর বাঙ্গালী মুক্তি সেনা -হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান
ঐ ডেকেছে শান্তির তলে- জেগেছে সদা মুসলমান
শ্রেষ্ঠ তরে মানব ধর্ম্ -সম্মুখে রণে আগোয়ান
যায়নি কভূ উর্ধ্ব শিরে -ওহে যত নাফরমান
ঘুড়িয়ে দাও মুড়িয়ে দাও -অভিশপ্ত রক্ত শ্মান
ঐক্য হও রুখে দাও- হঠাও ওদের অগ্নি কামান
বীর বাঙ্গালী মুক্তি পখে -হয়নি কভূ নতজান
জাগ জাগ জাগ হে-ওহে জাতির বীর জান
নত শিরে ওরাই হেরে – ওহে যত বেঈমান
কে পেরেছে রুখতে তোমায়-ওহে মায়ের সন্তান?
ঐক্য হও রুখে দাও— রেখে যাও অবদান
মুক্তি প্রশ্নে আপোষ নহে-ওহে রাষ্ট্রের ক্ষমতাবান
আমরা সব আলোর পথে- সদা রব উদিয়ান
মুক্তির পথে ভয় নেই মুমিন
পেয়েছো তুমি হাদিস- কোরআন ।
প্রিয় নবীর কণ্ঠ স্বরে- বেজেছে সদা মুক্তির বয়ান
মানব ধর্মে মন্ত্র দুই -ইর পরের শ্রেষ্ঠ শ্লোগান ।
আলোর পথে এসো ফিরে- ভ্রান্ত মতের যত জ্ঞান
আকড়ে ধর প্রভূর বাণী -জাগিয়ে ওঠাও সুপ্ত প্রাণ ।
বুলেট বোমায় কেউনা ঝরে-ওহে তরুণ বুদ্ধিমান
তুমিই নেতা তুমিতো আলো- চাই যে তোমায় দীপ্তমান
ঐক্য হও রুখে দাও-হওনা তুমি বলিদান ।
আমরা সবে বীর বা্ঙ্গালী -শান্তির প্রশ্নে ঐক্যতান ।
---------------