কইরে দামাল কইরে তরুণ গারে জাতির সুর
অনিষ্ট যত তাড়া আজি কররে নকল দুর ।
জাতিয় সংগীত গারে তোরা সকল পাঠশালায়
একই সুরে একই লয়ে লাল - সবুজের গাঁয়
মায়ের ভাষা তোদের সুরে বাজুক প্রতিদিনে
স্কুল কলেজ মাদ্রাসাতে দেশ প্রেমের টানে ।
নেরে শপথ আগলে মাকে জাগরে নিশি ভোর
ভাঙ্গরে বলয় তুলরে প্রলয় কররে নোঙ্গর তীর
স্পৃহা তোদের বেজায় বেশী সোনার বাংলা নীড় !
একাত্তুরের মুক্তি যুদ্ধ মায়ের উর্ধ্ব শির
জাগরে পিতা জাগরে রাষ্ট্র অভিন মন্ত্র নিয়ে
দেখরে ওরা আজও ধেয়ে সোনার বাংলা ক্ষয়ে ।
চায়না মাকে গায়না সুরে তোরই পাত্রে খেয়ে
ওরে জাতি ওরে দামাল ছুটরে উল্কা বেগে
চিনরে ওদের ধররে আজি হীন দোসর আগে
দেশদ্রোহী ঐ তোরই গহিন গাপ্টি মেরে রয়ে
লাল -সবুজে সিঁধ কাটে স্বাধীন সত্তায় যেয়ে!!
ওরে মাঝি রক্ত দানে লাল সবুজের ভূমি
শহীদ গাজীর মূল্য পাওয়া স্বাধীন নিশান তুমি ।
সোনার বাংলা ভালবাসি  সে যে সেরা ধ্বনি ।
জাতিয় সংগীত ঐক্যের ভাষা দেশ প্রেমের বাণী
কইরে তোরা তুলরে সুর মুছে আঁধার গ্লাণী ।
             --------------