পাঁপড়ি ঐ তিলক দাগে ঐতিত্য সেই তেড়ে
পুস্প তুমি হয়েছো বিষ আপনার ধর্ম্ ছেড়ে!
সৌরভে ভরা অবয়ব সেই দিয়েছো তুমি হেরে ।
পুস্প তুমি হয়েছো বিষ মৌয়ের ভ্রান্ত শুলে
ভুলে গেছো সেই ফুটিতে সদা বৃক্ষের মগ ডালে
ডাকিতে কত সুবাস দিয়ে হাসিতে দন্ত মেলে
সেই কিনা তুমি
আজিকায় এসে বৈরী রূপের ছলে !
কম্পিত ধরায় ভীতু জনমনে
কত যে তুমি এসে !
নিভে তুলে প্রাণ
এই বুজি এলে মালির রক্ত চুষে ।
প্রভাতে রবি নাহি ওঠে ঐ- কাল মেঘের ফাঁকে
ঘূর্ণি তুফান অশুরালয়ে আলোক নিভূর ডাকে
উজ্জ্বল আলো গোধূলী আভায় আঁধার নদের তীরে
ভুলে ভরা মাঝি ভঙ্গুর দাড়ে নোঙ্গর সাধে দৌড়ে ।
উত্তাল ঢেউয়ে হারিয়ে তরী যৌবন আলো ডুবে
পুষ্প তুমি হয়েছো বিষ ভ্রান্ত মোহের লোভে
কি সেই পেয়েছো তুমি আঁধার ভুবন ঘুরে ?
ওহে পুষ্প জেগে ওঠ- তোমার অতীত ছায়ায়
পাঁপড়ি তোমার ছড়িয়ে সুবাস মিষ্ট মধুর ছোঁয়ায় ।
হারবেনা কেউ জিতবে সবে প্রভূর সৃষ্ট ধরায়
তুমিই সৌরভ তুমিই সুবাস পাঁপড়ি যত ছড়ায় ।
---------------